শীতকালীন অধিবেশনের শুরুতেই মুলতুবি প্রস্তাব তৃণমূলের (TMC)। সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে সুর চড়ান তৃণমূল সাংসদ সৌগত রায়(MP Sougata Roy)। নোটিশের পরেও দীর্ঘক্ষণ লোকসভার অধিবেশন চলে। কিন্তু দফায় দফায় বিরোধীদের হট্টগোলে লোকসভার অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই মুলতুবি হয়ে যায়। পরবর্তীতে ১২টায় অধিবেশন বসলেও ১টা নাগাদ ঘন্টাখানেকের জন্য ফের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
সোমবার রাতে রাজস্থানের জয়পুর (Jaipur Airport) বিমানবন্দর থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে(Saket Gokahle) গ্রেফতার করে গুজরাট পুলিশ (Gujarat Police)। মঙ্গলবার সকালে টুইট করে একথা জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'brien)। ঘটনার পরেই সাকেত গোখলের গ্রেফতারি কাণ্ডে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। এই ঘটনাকে আসলে 'রাজনৈতিক প্রতিহিংসা' আখ্যা দিয়ে গুজরাট সরকারের পদক্ষেপকে 'ধিক্কার' জানান তিনি। সাকেতের গ্রেফতারির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে টুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)। টুইটের শেষে অভিষেক লেখেন, তৃণমূল এত কিছুর পরেও মাথা নোয়াবে না।
আরও পড়ুন- Delhi Municipal Election 2022: রাজধানীতে ঝাড়ু-ঝড়, প্রায় ১৫ বছর পর দিল্লি পুরসভা হাতছাড়া বিজেপির
মোরবি ব্রিজ ভাঙার(Morabi Bridge Collapsed) ঘটনায় সাকেতের(Saket Gokhale arrested) একটি টুইটে ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হয় বলে অভিযোগ। সেকারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর । সাকেতকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ তৃণমূলের (TMC)।