আদানি-হিন্ডেনবার্গে ইস্যুর আঁচ পৌঁছে গেল এসবিআই সদর দফতরেও(TMC Agitation in front of SBI Office)। বুধবার আদানিকাণ্ডে দিল্লিতে এসবিআই অফিসের সামনে ধর্না প্রদর্শন করেন তৃণমূল সাংসদ ও কর্মীরা। নেতৃত্বে ছিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়(TMC MP Sudip Banerjee)। উল্লেখ্য, মঙ্গলবারও যন্তর-মন্তরে LIC ভবনের সামনে গলায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা।
অন্যদিকে, আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে সংসদেও সোচ্চার হয় তৃণমূল(TMC on Adani-Hindenburg Issue)। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের(TMC MP Mahua Moitra) ভাষণ চলাকালে দফায় দফায় বাধাদানের অভিযোগ তোলে তৃণমূল। এই একই ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগেন তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়(TMC MP Kalyan Banerjee)।
আরও পড়ুন- West Bengal Budget 2023: বুধবার থেকে শুরু রাজ্য বাজেট অধিবেশন, তিন বছর পর ফের সরাসরি সম্প্রচার
বুধবার সংসদে সোচ্চার হয় কংগ্রেসও। এদিন অধিবেশনেব মাঝেই বিরোধী বেঞ্চ থেকে মোদী এবং আদানির ছবি হাতে উঠে দাঁড়াল রাহুল গান্ধী(Congress MP Rahul Gandhi)। প্রশ্ন করেন, কীভাবে প্রতিটি ব্যবসায় আদানিরা ঢুকে যান এবং প্রতিটিতেই ওই শিল্পগোষ্ঠী সফল হয়? লোকসভায় এদিন রাহুল জানান, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত তাঁর ভারত জোড়ো যাত্রাতে একটাই নাম বারবার শুনেছেন। আর তা হল আদানি। রাহুলের দাবি, এই শিল্পপতিকে নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে প্রধানমন্ত্রীকে।