আজ, বুধবার তৃণমূলের (TMC) সাংগঠনিক নির্বাচন হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তাতে দলের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বাংলার শাসক দলের তরফে জানানো হয়েছে, বিজেপি (BJP) বাদে সাংগঠনিক নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলকে। তবে অধিকাংশ দলের নেতাদেরই আসার সম্ভাবনা কম।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ‘‘বিশেষ পর্যবেক্ষক হিসেবে সাংবাদিক, চলচ্চিত্র জগতের মানুষ, বুদ্ধিজীবী, সকলকে হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর। আমরা তাঁদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তাঁদের আগে থেকেই কাজ রয়েছে। আমাদের নির্বাচন কেমন ভাবে হয়, তা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’’
আরও পড়ুন : Budget 2022: কেন্দ্রীয় বাজেটে কি প্রত্যাশা পূরণ হল! কী বলছে কলকাতার মানুষ!
এর আগে ২০১৭ সালে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হয়। তবে সেবার শুধু চেয়ারপার্সন পদেই ভোট হয়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন মমতা।