নোট বাতিল নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ফের আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি অবিলম্বে অর্থমন্ত্রীর ক্ষমা প্রার্থনার দাবি তোলেন। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের দাবিদাওয়া পূরণে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার।
শুক্রবার ভারতীয় অর্থনীতিকে স্বেতপত্র প্রকাশ এবং দেশের মানুষের উপর তার প্রভাবের উপর আলোচনা হয় সংসদে। সেখানে বক্তব্য পেশ করছিলেন সৌগত রায়। তাঁর দাবি, নোটবন্দি করে কালো টাকা দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু কোনও লাভ হয়নি। পাশাপাশি মেহুল চোকসি, নীরব মোদী, বিজয় মালিয়াকে কেন দেশে ফিরিয়ে আনা যায়নি সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
২০১৬ সালের ৮ নভেম্বর ২০০০ টাকার নতুন নোট চালু করার পাশাপাশি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেয়। মূলত কালো টাকার পরিমাণ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। বৃহস্পতিবার এই সংক্রান্ত স্বেতপত্র প্রকাশ করে কেন্দ্রীয় সরকার জানায়, এর ফলে দেশের অর্থনীতির অবস্থা অনেকটা উন্নত হয়েছে।