ইডির হাতে গ্রেফতার তৃণমূলের (TMC) জাতীয় মুখপাত্র সাকেত গোখেল (Saket Gokhale)। আর্থিক তছরুপের অভিযোগে বুধবার তাঁকে গ্রেফতার করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED)।
ইডির অভিযোগ, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তোলা টাকার অপব্যবহার করেছেন সাকেত। জনসাধারণের উপকারের নামে তোলা লক্ষ লক্ষ টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে সাকেতের বিরুদ্ধে।
গত বছর ৩০ ডিসেম্বর আর্থিক তছরুপের অভিযোগে সাকেতকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। বর্তমানে গুজরাটের জেলেই রয়েছেন তিনি। সোমবার তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে গুজরাট হাইকোর্ট। বুধবার জেল হেফাজতে থাকাকালীনই তৃণমূল মুখপাত্রকে ফের গ্রেফতার করল ইডি।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টের নয়া নজির, আঞ্চলিক ভাষাতেই রায়দান, জানালেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়