গোয়ায় ক্রমশ বাড়ছে কংগ্রেস (Congress) এবং তৃণমূলের দূরত্ব। এবার কংগ্রেসের তারকা প্রচারক প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi) কাঠগড়ায় তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। অভিযোগ, সোমবার গোয়ায় প্রচারে গিয়ে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।
সোমবার একদিনের সফরে গোয়া গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। ভার্চুয়াল জনসভার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের একাধিক কর্মসূচি ছিল প্রিয়াঙ্কার। তৃণমূলের (TMC) অভিযোগ, প্রচার চলাকালীন প্রিয়াঙ্কা গান্ধী তথা কংগ্রেস কর্মীরা কমিশনের বেঁধে দেওয়া করোনাবিধি মানেননি। প্রিয়াঙ্কার মুখে মাস্ক ছিল না। কংগ্রেস কর্মীদের মধ্যে শারীরিক দূরত্বও ছিল না। শুধু তাই নয়, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের ক্ষেত্রে কমিশন যে কর্মীসংখ্যা বেঁধে দিয়েছে, সেটাও মানেননি কংগ্রেস (Congress) নেত্রী।
গোয়া বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ তুলে নিলেন ফালেইরো, সুযোগ দেবেন নতুন প্রজন্মকে
নির্বাচন কমিশনকে (Election Commission) লেখা চিঠিতে তৃণমূলের দাবি, দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য প্রিয়াঙ্কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আগামী দিনে গোয়ায় প্রিয়াঙ্কার প্রচারে নিষেধাজ্ঞা জারি করুক নির্বাচন কমিশন। সর্বভারতীয় রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের স্বীকৃতি বাতিলেরও দাবি জানিয়েছে এরাজ্যের শাসক দল।