কে হবেন কংগ্রেসের পরবর্তী সভাপতি। সোমবার নির্বাচন। শশী থারুর নাকি মল্লিকার্জুন খাড়গে! ভোট দেবেন ৯ হাজার প্রতিনিধি। আগামী ১৯ অক্টোবর ফলঘোষণা।
সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ পর্ব হবে। দিল্লিতে কংগ্রেস দফতরের পাশাপাশি প্রদেশ কংগ্রেসের দফতরেও চলবে ভোটগ্রহণ। কংগ্রেস সূত্রে খবর, সোমবার ২৪ নম্বর আকবর রোডের সদর দফতর থেকে ভোট দেবেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী। তাঁর সঙ্গে ভোট দেবেন দলের সাধারণ সম্পাদক, রাজ্য সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদকরাও।
কলকাতার প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনেও চলছে সভাপতি নির্বাচনের প্রস্তুতি। ভোট দেবেন ৫৪৩ জন প্রতিনিধি। কলকাতার দফতর ভোট দেবেন প্রদীপ ভট্টাচার্য। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দিল্লি থেকে ভোট দিতে পারেন। ভোট দেবেন আবদুল মান্নান। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ কেন্দ্র মোট ৩৬টি। বুথের সংখ্যা ৬৭টি। ২০০ ভোটার পিছু একটি বুথ রাখা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, রাহুল গান্ধী ভোট দেবেন কর্নাটকের সাঙ্গানাকাল্লু যাত্রার শিবির থেকে। সেখানে তাঁর সঙ্গে ভোট দেবেন আরও ৪০ জন।
মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যেই মূলত কংগ্রেস সভাপতি পদে লড়াই। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেট ও দিগ্বিজয় সিং ঘোষণা করেন, তাঁরা মনোনয়ন জমা দেবেন। কিন্তু শেষ মুহূর্তে সরে যান।