বীর সেনার আত্মত্যাগ কোনও দিন ভুলবে না ভারত। পুলওয়ামা দিবসে টুইট করে নিহতের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার বছর আগে এমনই এক ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার তাঁদের শ্রদ্ধায় নিজের টুইটে প্রধানমন্ত্রী লেখেন, আজকের দিনে ভারত তাঁর বীরদের হারিয়েছিল। তাঁদের আত্মত্যাগকে কখনই ভুলবে না এ দেশ। তাঁদের সাহস ভারতকে উন্নত এবং শক্তিশালী তৈরি করতে অনপ্রাণিত করে।
২০১৯ সালের এদিনই শ্রীনগর-জম্মু হাইওয়ে ধরেই ফিরছিল সেনার কনভয়। পুলওয়ামায় সেই কনভয়ের উপরেই হামলা হয়েছিল। জঙ্গিদের নিশানায় প্রাণ হারিয়েছিলেন ৪০ জন। ঘটনার দায় নিয়েছিল জইশ-এ-মহম্মদ। চার বছর পরেই এখনও টাটকা সেই স্মৃতি। এদিনও বীর জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়েছে।
উল্লেখ এই ঘটনার পরেই পাক অধিকৃত কাশ্মীরে প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করেছিল দিল্লি। ১৯৭১ পরবর্তী সময়ে ফের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ছিল ভারতীয় সেনা।