আজ শুভ রথ যাত্রা। জগন্নাথ,বলরাম, সুভদ্রার মাসির বাড়ি বেড়াতে আসার দিন। লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগমে ফের চেনা ছন্দে পুরী। সেজে উঠেছে জগন্নাথ মন্দির। রথের রশিতে টান দিতে ভক্ত সমাগম মায়াপুর থেকে মাহেশ সর্বত্র। ।
ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী, সত্যযুগ থেকে চালু হয়েছে রথযাত্রা (Ratha Yatra 2023)। কথিত আছে, সেই সময় রাজা ইন্দ্রদ্যুন্ম বিষ্ণু মন্দির তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। মন্দিরে জগন্নাথ , বলরাম, সুভদ্রার মূর্তি অধিষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন রাজা। কিন্তু বিগ্রহ গড়ার সময় বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করেন ইন্দ্রদ্যুন্ম। সেই কারণেই দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে।
পুরাণমতে, শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে (Suvo Ratha Yatra 2023) চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে গুন্ডিচায় মাসিকে দেখতে যান জগন্নাথদেব। সাত দিন পর হয় উল্টোরথ যাত্রা।