নতুন করে দুশ্চিন্তা কেরলে (Kerala)। কেরলের কোল্লাম শহরে টমাটো ফিভারে (Tomato Fever) আক্রান্ত ৮০ জনের বেশি শিশু। কেরল সরকারের রিপোর্ট (Kerala Govt Report) অনুযায়ী, এই ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছে ৫ বছর বা তার কম বয়সের শিশুরা।
টমাটো ফ্লু কী!
টমাটো ফ্লু বা টমাটো ফিভার একটি ভাইরাল জ্বর। এখনও পর্যন্ত এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরলেই। পাঁচ বছর বা তার কম বয়সের শিশুরাই এই জ্বরে আক্রান্ত হয়েছে। এই জ্বরে আক্রান্ত বাচ্চাদের ত্বকে লালচে চাকাচাকা দাগ হয়ে যাচ্ছে। তাই একে টমাটো ফিভার বলা হচ্ছে। এই অজানা জ্বর চিকেনগুনিয়া বা ডেঙ্গুর পরবর্তী প্রভাব কিনা, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: পাবজি, প্রেম, শরীর, এবার মুক্তি চান কৃষ্ণ, কলকাতা হাইকোর্টে ওড়িশার যুবক
টমাটো ফিভারের লক্ষণ কী !
এই টমাটো ফিভারের ফলে মূলত শিশুদের ত্বকে লালচে দাগ দেখা যায়। আক্রান্ত শিশুদের ত্বকে জ্বালা করে। শরীর ডিহাইড্রেট হয়ে যায়। এছাড়া সংক্রামিত শিশুর প্রবল জ্বরে আক্রান্ত হয়। শরীরে ক্লান্তি, জয়েন্ট ফুলে যাওয়া, পেটে অস্বস্তি, বমিবমি ভাব হয়। এছাড়া হাত, হাঁটু ও নিতম্বের রংও বদলে যায় এই জ্বরের প্রভাবে।