আকাশ ছোঁয়া টমেটোর দাম। কেজিপ্রতি ১০০ টাকা দরে বেঙ্গালুরুতে কিনতে হচ্ছে টমেটো। আর তাতেই হাত পুড়ছে মধ্যবিত্তের।
শুধু বেঙ্গালুরু নয়, কলকাতাতেও দাম ১০০ টাকা ছাড়িয়েছে। মরশুমের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে একাধিক সবজি। ১০০ গ্রাম লঙ্কা ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কলকাতার একাধিক বাজারে। যা কয়েকদিন আগেও ছিল ৮ থেকে ১০ টাকা।
দাম বৃদ্ধির কারণ হিসেবে বৃষ্টিকেই দুষছেন ব্যবসায়ীরা। বৃষ্টি না হওয়ায় মাঠেই নষ্ট হয়েছে গাছ সেকারণেই সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
কলকাতার বাজারে টমেটোর কেজি রয়েছে ১০০ টাকা, ঢ্যাঁড়শের কেজি ৮০ থেকে ৯০ টাকা। উচ্ছের প্রতি কেজিতে দাম রয়েছে ১০০ টাকা। বেগুনের প্রতি কেজির দাম রয়েছে ৬০ টাকা।
তবে পেঁয়াজ, পটল এবং আলুর দাম কিছুটা কম রয়েছে। ১৯ থেকে ২২ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে চন্দ্রমুখী আলু।
শুধু কাঁচা সবজি নয়, মাছের দামও বেড়েছে। রুইমাছ যেখানে ১৬০-১৭০টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেখানে বর্তমানে বেড়ে হয়েছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি। কাটা মাছের ক্ষেত্রেও প্রতি কেজিতে দাম প্রায় ৩০ থেকে ৪০ টাকা করে বেড়েছে।