জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে (Join Encounter) খতম ৩ জঙ্গি। শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় এই ঘটনা ঘটে। এই নিয়ে গত এক বছরে জম্মু ও কাশ্মীরে মোট ১১ জন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তারক্ষীরা। জানা গেছে মৃত জঙ্গিরা জামাত ই মুজাহিদ্দিন ও লস্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল।
বৃহস্পতিবার সন্ধেবেলা নিরাপত্তাবাহিনী বুদগামের (Budgam) জলওয়ার একটি জঙ্গলে তল্লাশি অভিযান চালায়। সেখানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তাবাহিনীর।
জানা গেছে, আগ্নেয়াস্ত্র ও গুলিগোলা উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। জম্মু-কাশ্মীরের আইজিপি বিজয় কুমার বলেন, "আমরা খবর পেয়েছে জামাত-ই-মুজাহিদ্দিনের তিন জঙ্গি জঙ্গলে লুকিয়ে আছে। ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযান ছিল। পরে সিআরপিএফও এই অভিযানে যোগ দেয়।"