একেই বোধহয় বলে ভয়ঙ্কর সুন্দর। বুঝিয়ে দিল ভূস্বর্গের গুলমার্গ। বরফে ঢাকা উপত্যক্যার শোভা উপভোগ করতে বেরিয়েছিলেন একদল পর্যটক। সঙ্গে ছিল কচিকাঁচারাও। হঠাৎ-ই আবহাওয়ার অবনতি হতে শুরু করে, ওঠে তুষারঝড়। টিভি-র পর্দায় কিমবা ক্যালেন্ডারের পাতায় দেখা গুলমার্গ কেমন নিমেষে হয়ে উঠল ভয়াবহ।
নিজেদেরকে নিরাপদ আশ্রয়ে ফেরাতে রীতিমতো বেগ পেতে হয় পর্যটকদের।
গুলুমার্গ এমনিতেই তুষারঝড় প্রবণ এলাকা। ঠিক সময়ে স্থানীয় গাইডরা থাকায় বিপদ বাড়েনি পর্যটকদের।