বিহারে রেল দুর্ঘটনার জের। শুক্রবার সকাল থেকে দুরন্ত-রাজধানী সহ বেশকিছু দুরপাল্লার ট্রেন চলছে অস্বাভাবিক দেরিতে। পাশাপাশি, বেশকিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এমনকি, বাতিল করা হয়েছে বহু ট্রেন।
গত ২৬ অক্টোবর বিহারের গয়ার কাছে গুরপায় একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। সূত্রের খবর, ওই মালগাড়িটির ৫৮টি বগির মধ্যে ৫৩টিই লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার জেরে প্রচুর পণ্যসামগ্রী নষ্টের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। যার সরাসরি প্রভাব পড়েছে ট্রেনযাত্রায়। শুক্রবারও রাজধানী-দুরন্ত সহ বেশ কিছু ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে। ফলে ছটপুজোর আগে সমস্যায় পড়েছেন বহু যাত্রী।
আরও পড়ুন- Nadia Road Accident: শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, নাকাশিপাড়ায় প্রাণ গেল ১ শিশু সহ ৫ আরোহীর
রেলের তরফে বিবৃতিতে দিয়ে শুক্রবার আসানসোল-গয়া এক্সপ্রেস বাতিলের খবর জানানো হয়। পাশাপাশি, আসানসোল-বারাণসী এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। অন্যদিকে, হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস সহ বেশ কিছু দুরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে বলেই খবর।