পুজোর ছুটি মানেই ভ্রমণপিপাসু বাঙালির কাছে ঘুরতে যাওয়ার হাতছানি। পুজোর এই ক'টা দিন চেটেপুটে উপভোগ করে আবার সেই একঘেয়ে জীবনে ফিরে যাওয়া। তার ওপর গত দু’বছর করোনার(Coronavirus in India) জেরে ভাল করে বেড়ানো হয়নি। এবছর তাই প্রথম থেকেই দূরপাল্লার ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। বিশেষত পুজোর ছুটির (Puja Vacation) টিকিট তো হুহু করে বিকোচ্ছে।
এবছর পুজোয় ষষ্ঠী আর সপ্তমী পড়েছে যথাক্রমে অক্টোবরের ১ ও ২ তারিখ। ওই দু’দিনের ট্রেনের টিকিটের রিজার্ভেশন প্রক্রিয়া শুরু হয়েছিল শুক্রবার আর শনিবার (Train Ticket Booking)। পুজোয় ঘুরতে যাওয়ার চাহিদা এতটাই তুঙ্গে যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
আরও পড়ুন- Jamai Sasthi Market : জামাইষষ্ঠীতে বাজার আগুন, নাগালের বাইরে মাছ, মাংস, সব্জি
রেলের তথ্যানুযায়ী, পুজোর শুরুর দিকের দিনগুলোতে ঘুরতে যাওয়ার টিকিট তো নেই, (Train Ticket Booking) উল্টে ৩৫০ করে ওয়েটিং লিস্ট রয়েছে এই মুহূর্তে। যাত্রীদের এই বুকিংয়ের চাহিদা মাথায় রেখে রেলের তরফে হাওড়া আর শিয়ালদহ শাখায়(Sealdah Division) রবিবারও রিজার্ভেশন কাউন্টার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও রবিবার সারাদিন নয়, সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত রিজার্ভেশন খোলা রাখা হবে।
রেলের টিকিট বুকিং তথ্য বলছে, পুজোয় বেশিরভাগের ডেস্টিনেশনই উত্তর ও উত্তরপূর্ব ভারত(North-East india)। দিল্লি, সিমলা, দেরাদুন, মানালি, হরিদ্বারে ঘুরতে যাচ্ছেন অনেকে। অনেকে আবার দার্জিলিং, গ্যাংটক, ডুয়ার্স ঘুরে আসার পরিকল্পনা করেছেন এই পুজোতে(Puja Vacation)।