সফলভাবেই পাটনা থেকে হাওড়া বন্দেভারতের ট্রায়াল রান হল। সকাল ৮টা নাগাদ পাটনা থেকে ছেড়ে বেলা নির্দিষ্ট সময়ে হাওড়া এসে পৌঁছয় এবং একই ভাবে হাওড়া থেকেও নির্ধারিত সময়ে পটনার উদ্দেশে রওনা হয়েছে ট্রেনটি। সবকিছু ঠিকঠাক থাকলে রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ পটনা স্টেশনে পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস।
ট্রায়াল রান চালু হলেও কবে থেকে এই ট্রেন বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে সেবিষয়ে এখনও জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রের খবর, ১৫ অগাস্ট থেকে পরিষেবা শুরু হতে পারে। পাশাপাশি ট্রেনের ভাড়া কত হবে সেবিষয়েও এখনও কিছু জানা যায়নি।
শনিবার পরীক্ষামূলক যাত্রা করেছে নতুন এই বন্দে ভারত। পরীক্ষামূলক যাত্রার জন্য শনিবার সকাল ট্রেনটি সকালে পটনা থেকে ছেড়েছে। ট্রেনটি জসিডি স্টেশন পৌঁছয় সকাল ১১টা নাগাদ। এর পর হাওড়া ঢোকে দুপুর আড়াইটে নাগাদ।
Read More- আরও কম সময়ে পটনা, রাজ্যের ঝুলিতে আরও এক বন্দে ভারত
আবার দুপুর ৩টে ৫৫ মিনিট নাগাদ হাওড়া ছাড়ার কথা নতুন বন্দে ভারতের। আসানসোল পৌঁছবে বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ। এর পর জোসিডি হয়ে পটনা পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ।
অর্থাৎ, হাওড়া থেকে পটনা এবং পটনা থেকে হাওড়া পৌঁছতে সময় লাগবে সাড়ে ৬ ঘণ্টার কাছাকাছি। শনিবার ট্রেনটির পরীক্ষামূলক যাত্রা সফল হলে আগামী ১৫ই অগস্ট থেকেই এই ট্রেন যাত্রীদের জন্য চালু করা হতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
হাওড়া-পটনা রুটের যাত্রীদের একাংশ মনে করছেন, নতুন এই বন্দে ভারত ট্রেন চালু হওয়ায় বাংলার সঙ্গে বিহারের যোগাযোগ আরও ভালো হবে।