১০০ দিনের কাজে বাংলার বকেয়া ফেরত না দিলে গ্রেফতার করতে হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংকে। সোমবার দিল্লির রাজঘাটের ধরনা থেকে এই দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, অবিলম্বে আদালতের তত্ত্ববধানে এই ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন।
এই পরিস্থিতিতে ধরনায় অমিত শাহের পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের অভিযোগ, রাজঘাটে তাদের শান্তিপূর্ণ ধরনায় বলপ্রয়োগ করেছে দিল্লির অমিত শাহের পুলিশ। তার জেরে সাংবাদিক বৈঠক মাঝপথে থামিয়ে বেরিয়ে যেতে হয় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।। পুলিশি তাড়ার অভিযোগ করেছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও। তাঁর অভিযোগ, পুলিশের তাড়ায় তিনি কার্যত খালি পায়ে দৌড়ে যান।
আরও পড়ুন : রাজ্যের বকেয়ার দাবিতে দিল্লিতে শুরু তৃণমূলের কেন্দ্রের বিরুদ্ধে ধরনা
প্রথমে হুইসিল। তারপর মাইকে ঘোষণা। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার কথা ভেস্তে দিতে এদিন রাজঘাটে এই পন্থা নিয়েছিল অমিত শাহের পুলিশ। এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের কাছে অনুরোধও করেছিলেন। কিন্তু অভিষেকের অনুরোধকে পাত্তা দেওয়া হয়নি বলেই অভিযোগ বাংলার শাসক দলের। বরং অভিষেকের সাংবাদিক বৈঠক ভেস্তে দিতেই কার্যত জুলুমবাজি শুরু করে দিল্লি পুলিশ। এমনটাও অভিযোগ কাকলী, চন্দ্রিমাদের।
তারমধ্যেই অভিষেক দাবি করেন, বাংলার বকেয়া ১৫ হাজার ২০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। সেই টাকা চাওয়া হচ্ছে বলেই তাঁকে ফের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। বাংলার বকেয়া টাকা ফেরত না দিলে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংকে গ্রেফতারের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। আদালতের নজরদারি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।