দেশের ১৬ রাজ্যে রয়েছে বিজেপি। কিন্তু তাঁদের একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই। আর এই কারণেই ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল বিতর্কে অংশ নিয়ে এই দাবিই করলেন বারাসতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। তাঁর দাবি, বাংলা একমাত্র রাজ্য যেখানে মহিলাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়।
এই ব্যাপারে রাজ্যের একাধিক সরকারি প্রকল্পের কথা এদিন লোকসভায় তুলে ধরেন কাকলী। দাবি করেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলাতেই একমাত্র মহিলাদের জন্য এত সরকারি প্রকল্প চালু রয়েছে। যা বিজেপি শাসিত কোনও রাজ্যে নেই বলেও দাবি করেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুন : আর কতদিন অপেক্ষা করতে হবে দেশের মহিলাদের ? মহিলা সংরক্ষণ বিল বির্তকে প্রশ্ন সনিয়ার
কংগ্রেস, ডিএমকের মতো এই বিলকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসও। তবে এদিন বারাসতের সাংসদের দাবি, এই বিল অনেক আগেই কার্যকর করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বাকি রাজ্যের থেকে অনেক বেশি মহিলা জনপ্রতিনিধি এখন বাংলাতেই।