অক্সিজেন দিচ্ছে মেঘালয়। তিন রাজ্যের গণনার প্রাথমিক রাউন্ডে উত্তর-পূর্বের এই রাজ্যের ফল নিয়ে আশা করতেই পারে বাংলার শাসক তৃণমূল কংগ্রেস। গত সোমবার বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস ছিল, পাহাড়ি এই রাজ্যে দ্বিতীয় বৃহৎ শক্তি হিসাবে উঠে আসতে পারে তৃণমূল কংগ্রেস। প্রাথমিক ভাবে সেই ফলই লক্ষ্য করা যাচ্ছে। বেশ কয়েকটি সূত্র থেকে পাওয়া খবরে, শাসক এনপিপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূলের। মেঘালয় অক্সিজেন দিলেও ত্রিপুরায় তৃণমূলের ফল এখনও পর্যন্ত হতাশজনক।
পাহাড়ি এই রাজ্যে প্রথমবার বিধানসভায় লড়াই করছে তৃণমূল কংগ্রেস। প্রায় শুরু থেকেই এখানে পরে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু দফায় ভোট প্রচার করেছেন মমতাও। তবে মেঘালয়ে তৃণমূলকে লড়াইয়ে ফিরিয়েছে মুকুল সাংমার ক্যারিশ্মা। তৃণমূলও দাবি করছে, মুকুল ম্যাজিকেই হয়তো বদলাতে পারে ভোটের ফল।
রাজনৈতিক মহলের দাবি, ত্রিপুরায় ক্লিক না করলেও, প্রাথমিক গণনার ফল ইঙ্গিত দিচ্ছে মেঘালয়ে কাজ করেছে মমতার বাংলা মডেল। মূলত উন্নয়নের স্বপ্নে পাহাড়ি বাসিন্দাদের দু দফায় ভাসিয়ে এসেছিলেন মমতা। ইভিএম খুলতে সেই ছবি সামনে আসছে।