মাত্র দু বছরের মাথায় বিহারে বেলাইন ডবন ইঞ্জিন সরকার। আর এই ইস্য়ুকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। টুইট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ানের অভিযোগ, বিহারে সঙ্কট ঘনীভূত হচ্ছে দেখেই চার দিন আগে সংসদ মুলতুবি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি লিখেছেন, ‘বিহারের রাজনৈতিক সঙ্কটের আরেকটি বড় কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ পালিয়ে গিয়েছেন। তাঁরা চার দিন আগেই সংসদের বাদল অধিবেশন বন্ধ করে দিয়েছেন।’
বিহারে নীতীশ কুমার এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসার খবরে তৃণমূল নেতৃত্ব যে খুশি, তা ডেরেকের টুইটেই স্পষ্ট। মহারাষ্ট্র সরকার ভেঙে দেওয়ার পর বিজেপি নেতারা দাবি করেছিলেন, ঝাড়খণ্ড হয়ে সরকারের ভাঙনের হাওয়া ঢুকবে বাংলায়। সেই সময় তৃণমূল নেতৃত্ব পাল্টা জবাব দিলেও, কোথাও বিজেপি সরকারের পতনের অপেক্ষায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিহারের ঘটনায় বিজেপি পালিয়ে গেল বলেই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন : বিহারে 'কাকা-ভাইপো'র সরকার, বুধ দুপুরে হতে পারে শপথ
যদিও তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবির পাল্টা জানিয়েছে, বিহার নিয়ে তারা ভাবচ্ছে না, কারণ তারা নিশ্চিত ২০২৪ সালে ক্ষমতা ফিরছে বিজেপি নেতৃত্বে এনডিএ।