রাজনীতির মানুষরা কী রাজনীতি ছাড়া কথা বলতে পারেন। বুধবার চেন্নাই গিয়ে তাই রাজনৈতিক বন্ধু ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে একদফা বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কলকাতা ছাড়ার আগে তিনি জানিয়ে গিয়েছিলেন এই সফরে কোনও রাজনীতি নেই। আপাদ মস্তক সৌজন্য সফর। কারণ, বাংলার রাজ্যপাল লা গণেশনের নিমন্ত্রণে তিনি চেন্নাই যাচ্ছেন।
স্ট্যালিন তাঁর ভাইয়ের মতো। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথাই জানিয়েছেন মমতা। তিনি জানান, চেন্নাই এসে স্ট্য়ালিনের সঙ্গে দেখা করবেন না, এটা হতে পারে না। তাই ডিএমকে সুপ্রিমোর বাড়িতে তিনি এসেছিলেন সৌজন্য় সাক্ষাৎ করতে। আর কফি খেতে। মমতা-স্ট্যালিন ছাড়াও হাজির ছিলেন সাংসদ কানিমোঝি, ছেলে উদয়নিধি এবং ডিএমকের বর্ষীয়ান নেতা টি আর বালু।
রাজনীতির পাশাপাশি উন্নয়নের কথাও হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী। সামনেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে বিরোধী জোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজনৈতিক মহলের দাবি, তিনি একমাত্র মোদী বিরোধী মুখ। এই পরিস্থিতিতে চেন্নাইয়ে ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের সৌজন্য বৈঠককেও বেশ গুরুত্বপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।