সোমবার আগরতলায় দাঁড়িয়ে জানিয়েছিলেন, এটা তাঁর দ্বিতীয় ঘর। আর মঙ্গলবার সাড়ে পাঁচ কিলোমিটার রোড-শো করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, একটু পেলে হাজারগুণ ফিরিয়ে দেবেন। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা ভোটের প্রচারে প্রায় একঘণ্টার ভাষণে একদা বাম দূর্গে দাঁড়িয়ে আগাগোড়া বাংলার উন্নয়ন মডেলকেই হাতিয়ার করলেন তৃণমূল নেত্রী। কী ছিল বাংলা, আর তাঁর সময়ে বাংলা কেমন, সেই উদাহরণ দিলেন। রূপশ্রী থেকে কন্যাশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্পের কথা তুলে ত্রিপুরাবাসীকে জানালেন বাংলার উন্নয়ন মডেলের কথা।
প্রথমবার ত্রিপুরার ভোটে লড়তে নেমে ৬০ আসনের মধ্যে ২৮টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। গত পুরসভা ভোটের পর অনেকেই তৃণমূলে এসেছেন, আবার দল ছেড়েছেন। তাতে যে সংগঠনের বেশ ক্ষতি হয়েছে, তা বোঝেন তৃণমূল নেত্রী। তাই এদিনের জনসভা থেকে বাম-বিজেপিকে একসঙ্গে আক্রমণ করে ত্রিপুরাবাসীর কাছে মমতার অনুরোধ, যদি একটু পান, তাহলে হাজারগুণ ফেরত দেবেন। সরাসরি জানান, সিপিএমের শাসন দেখা হয়ে গিয়েছে, বিজেপির শাসনও দেখা হয়ে গেল। এবার তাদের সুযোগ দিলে বাংলার উন্নয়ন মডেলেই চলবে ত্রিপুরা।
বাংলার উন্নয়নের তালিকা সাজিয়েই এদিন আগরতলার মানুষকে স্বপ্ন দেখান তৃণমূল নেত্রী। কন্যাশ্রী থেকে দুয়ারে সরকারের উদারহরণ টেনে মমতার প্রশ্ন, বাংলা যদি পারে, তাহলে ত্রিপুরা কেন পারবে না ?