বিজেপিকে প্রত্যাখান করেছে মানুষ। আর এই সত্যিটা মানতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার লোকসভায় বাজেটে জবাবী ভাষণে এই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যে ঝড় তুললেন মূল্যবৃদ্ধি নিয়ে। আগাগোড়া ভাষণে অভিষেক বুঝিয়ে দিলেন, বাজেটে দুই শরিক তেলগু দেশম পার্টি এবং সংযুক্ত জনতা দলকে সন্তুষ্ঠ করে এই যাত্রায় নিজের গদি বাঁচাল মোদী সরকার।
যাঁরা তাঁদের পাশে, তাঁরাও তাদেঁরই পাশে। সম্প্রতি এই মন্তব্যই করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন লোকসভায় বক্তৃতা দিতে গিয়ে সেই প্রসঙ্গকে টেনে আনলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিষেকের অভিযোগ, গত ১০ বছর ধরে এই কাজটাই দেশবাসীর সঙ্গে করছে বিজেপি। উন্নয়নের নামে ভ্রান্তি ছড়ানো হচ্ছে।
অভিষেকের অভিযোগ, তার জেরেই আজ বেকার আরও বেকার হচ্ছেন। গৃহবধূরা দিশাহীন হয়ে পড়ছেন। আর মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। অভিষেকের কটাক্ষ, এই সরকার আর বেশিদিন চলতে পারে না। আর সেই অশনি সংকেত বুঝেই বিহার আর অন্ধ্রপ্রদেশকে ঢেলে বরাদ্দ বাড়ানো হয়েছে। বাংলা-সহ দেশের বাকি রাজ্যগুলিকে বঞ্চনা করেছে বিজেপি। অভিষেকের দাবি, এর ফল ভুগতে হবে মোদী সরকারকে।