বিতর্কই শুরু হল না। তার আগেই সরগরম হয়ে গেল সংসদ। সকালের শুরুতেই রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ানকে। সোমবারই তাঁর বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণের অভিযোগ করা হয়েছিল। রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূল সাংসদের একপ্রস্থ বিতর্কও হয়েছিল। কার্যত তার জেরেই সোমবার অধিবেশনের শুরুতেই সাসপেন্ড করা হল ডেরেক ও ব্রায়েনকে।
বেশ খানিকক্ষণ সভা মুলতুবির পর বেলা বারোটার পর লোকসভায় শুরু হয় মণিপুর নিয়ে অনাস্থা বিতর্ক। কংগ্রেসের হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনটি দাবি করেন সাংসদ গৌরব গগৈ। তিনি দাবি করেন, গুজরাত হিংসার সময়েও ওই রাজ্যে গিয়ে পীড়িতদের পাশে দাঁড়িয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তাই মণিপুরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়া উচিত।
কিন্তু রাহুল গান্ধী কেন প্রথম বক্তা হলেন না, তা নিয়ে লোকসভার শুরুতে শুর হয় উত্তেজনা। সংসদ বিষয়কমন্ত্রীর কটাক্ষে উত্তেজনা তৈরি হয়। মণিপুর বিতর্কে লোকসভায় তৃণমূলের বক্তা সৌগত রায় এবং কাকলী ঘোষ দস্তিদার।