রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের শরীরী ভাষা নকল করে বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে ওই অঙ্গভঙ্গি নিজের মোবাইলে রেকর্ড করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ফলে তাঁকেও কটাক্ষ করতে ছাড়েনি BJP। পুরো ঘটনাটিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জগদীপ ধনখড়।
সংসদের দুই কক্ষ থেকে সোমবারের পর মঙ্গলবারেও প্রায় ৫০ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। এর পরেই সংসদ ভবনের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন বিরোধী সাংসদরা। সেখানেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের শরীরী ভাষা নকল করেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এবিষয়ে রাজ্যসভার চেয়ারম্যান বলেন, " যে ঘটনা ঘটেছে তা লজ্জাজনক এবং কোনওভাবেই মেনে নেওয়া যায় না।"
এই ঘটনার পর INDIA জোটকেই কটাক্ষ করছেন BJP নেতারা। তাঁদের বক্তব্য, এটাই ইন্ডিয়া জোটের আসল রূপ। এদিকে যখন এই ঘটনা ঘটছে তখন সংসদে বিজেপির সংসদীয় দলের বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।