মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্র লে৷ নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের ধারের একটি ধাবার ভিতরে ঢুকে পড়ল ট্রাক। ট্রাকের ধাক্কায় পিষে মৃত্যু হল ১০ জনের৷ মহারাষ্ট্রের মুম্বই-আগ্রা মহাসড়কে এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে৷ ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ২০ জন।
মহারাষ্ট্রের ধুলে জেলার পলসনার গ্রামের ঘটনা৷ গ্রামের পাশ দিয়েই চলে গিয়েছে হাইওয়ে। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল গতিতে ছুটে আসা ওই ট্রাকটি প্রথমে হাইওয়ের চারটি গাড়িতে ধাক্কা দেয়। তার পরে সেজা ঢুকে পড়ে হাইওয়ের ধারের একটি ধাবার ভিতরে। সেখানে তখন খাওয়াদাওয়া করছিলেন অনেকে।