মালিকানা বদল হতেই টুইটারে কর্মীছাঁটাই (Twitter layoffs) শুরু করেছিলেন ইলন মাস্ক (Elon Musk)। সব মিলিয়ে প্রায় ৩,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। জানা গিয়েছে, ভারত থেকে মার্কেটিং ও জনসংযোগ বিভাগের (Twitter layoffs) সমস্ত কর্মীকেই ছাঁটাই করে দেওয়া হয়েছে। শুক্রবার সকালেই যে সব কর্মীরা কাজে আসছিলেন, তাঁদের একটি মেল করে বাড়ি ফিরে যেতে বলা হয়। তারপর তাঁদের অপেক্ষা করতে বলা হয় রাত সাড়ে ন'টা পর্যন্ত।
আরও পড়ুন: চাকরি আছে না গেছে, মেল পাঠাবে টুইটার, এক ঘণ্টা ব্যাহত পরিষেবা
তার মধ্যেই খুব অল্পসংখ্যক কেউ কেউ মেল পেলেন। অধিকাংশই পেলেন না। যাঁরা দ্বিতীয় মেলটি পান, তাঁদের বলা হয়েছে, 'এই সংস্থায় আপনার যা অবদান রয়েছে, সেটি মাথায় রেখেই জানাতে চাই, এই কর্মীছাঁটাই প্রক্রিয়ায় আপনার চাকরি প্রভাবিত হবে না'।
উল্লেখ্য, নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও, মার্কেটিং ও জনসংযোগ বিভাগ (Twitter layoffs) সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। ভারতে টুইটারে প্রায় ২০০ জন কর্মী ছিলেন। ৫০ শতাংশ কর্মীকেই ছাঁটাই করা হয়েছে বলে জানা গিয়েছে, অর্থাৎ একটি ইমেইলেই চাকরি খুইয়েছেন প্রায় ১০০ জন। শুধুমাত্র সেলস ও ইঞ্জিনিয়ারিং বিভাগের হাতে গোনা কয়েকজন কর্মীদের চাকরি রয়েছে।
টুইটারের (Twitter) তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘‘টুইটারকে একটি স্বাস্থ্যকর পথে ফিরিয়ে আনার জন্য শুক্রবার আমরা বিশ্ব জুড়ে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন পদক্ষেপ করছি। আমরা জানি যে, এর ফলে টুইটারের জন্য অবদান রয়েছে, এমন কর্মীদের সংখ্যায় কোপ পড়বে। কিন্তু সংস্থার সাফল্যের জন্য এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক ভাবে জরুরি।’’