ভারত সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডরসির । সোমবার তাঁর বিতর্কিত মন্তব্যের পর থেকেই জোর আলোচনা শুরু হয়েছে । ডরসির অভিযোগ,ভারত সরকার বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট ব্লক করার জন্য বারবার চাপ সৃষ্টি করত সংস্থার উপর । তাদের নির্দেশ না মানলে ভারতে টুইটার বন্ধের হুমকি দিয়েছিল সরকার । সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর । অভিযোগকে 'মিথ্যা' আখ্যা দিয়েছেন । তাঁর দাবি, বারবার ভারতের নিয়মভঙ্গ করেছে টুইটার, সেই ইতিহাস লুকোতেই ডরসি এমন মন্তব্য করেছেন ।
একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় টুইটারের অন্যতম প্রতিষ্ঠাতা ডরসি জানান, কৃষক আন্দোলনের সময়ে ভারত সরকার অনেক টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বলেছিল । বিশেষ করে যে অ্যাকাউন্টগুলি কৃষকদের পাশে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করত, সেগুলি বন্ধ করে দেওয়ার অনুরোধ এসেছিল । সরকারের নির্দেশ অনুযায়ী, কাজ না করলে সেদেশে টুইটার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। সেইসঙ্গে টুইটারের কর্তা ও কর্মীদের বাড়িতে অভিযান চালানোরও হুঁশিয়ারি দেওয়া হত বলে অভিযোগ ।
জ্যাক ডরসি মিথ্যে বলছেন, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর । তাঁর কথায়, ২০২০ এবং ২০২২ সালের মধ্যে বহুবার ভারতের আইন ভাঙে টুইটার। এই সময়ের মধ্যে সংস্থার প্রধানের দায়িত্বে ছিলেন জ্যাক ডরসিও। মন্ত্রীর অভিযোগ, টুইটারকে শুধু আইন মানতে বলা হয়েছিল । তাদের কোনও কর্মী বা কর্তাকে জলে পাঠানো হয়নি বা কারও বাড়িতে অভিযান চালানো হয়নি ।