সিকিমের ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ১৩ জন। তাঁদের মধ্যে ৭ জন এই রাজ্যের।
নিহতদের তালিকা প্রকাশ করেছে সিকিম সরকার। রয়েছেন বাংলার প্রীতম মাটি এবং সৌরভ রায়চৌধুরী। দু’জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। প্রীতম বাড়ি কলকাতায়। সৌরভের বাড়ি কোথায় তা এখনও অজানা। মারা গিয়েছেন নেপালের মুনা শাহ শ্রেষ্ট্রা, শিব লামিচানে এবং আশিকা ঢাকাল (২২)। উত্তরপ্রদেশের বাল সিংহ (৩২) এবং রেবিয়া সিংহ (৬)
আহতদের মধ্যে ৭ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে
গ্যাংটকের স্যর থুটোব নামগিয়াল মেমোরিয়াল হাসপাতালে।
গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার রাস্তায় ১৫ মাইলে মঙ্গলবার সকালে আচমকা তুষারধ্বস নামে। পর্যটকদের ৫-৬টি গাড়ি বিপর্যয়ের সম্মুখীন হয়, চাপা পড়েন জনা তিরিশ পর্যটক। সেনাবাহিনী, সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন, পর্যটন দফতর উদ্ধারকাজ শুরু করেছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর উদ্ধারকাজ বন্ধ থাকে৷ বুধবার সকাল থেকে ফের তা শুরু হওয়ার কথা।