বড়লোক হওয়ার ভয়ঙ্কর আশা! আর 'আশা'তেই ৬ বছরের শিশুকে বলি (Human sacrifice in Delhi) দিল দুই নির্মাণকর্মী। ঘটনাটি ঘটেছে দিল্লির লোধি কলোনিতে। ইতিমধ্যেই শিশুকে খুনের অভিযোগে ওই দুই নির্মাণকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে হিম হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের আর্থিক সঙ্গতি ফেরাতে শিশুটিকে খুন (Human sacrifice in Delhi) করেছে বলে জেরায় জানিয়েছে অভিযুক্তরা।
দিল্লির লোধি কলোনি'র নির্মাণ শ্রমিক বিহারের বাসিন্দা বিজয় কুমার ও অমর কুমার। গত শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ দুই যুবক মাদকাসক্ত অবস্থায় বস্তিরই ৬ বছরের এক শিশুকে (Boy was killed) ডেকে নিয়ে আসে তাদের আস্তানায়।
আরও পড়ুন: অর্ধনগ্ন অবস্থায় মুণ্ডহীন দেহ, স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার পুলিশের
সেখানেই প্রথমে ভারী কিছু (Delhi crime) দিয়ে শিশুটির মাথায় আঘাত করে। শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে সবজি কাটার ছুরি দিয়ে শিশুর গলা কেটে দেয় তারা।
শিশুটির বাবার অভিযোগ, এদিন রাতে তাঁরা শিশুটিকে ঘরে একা রেখে গিয়েছিলেন ভজন শুনতে। বাড়ি ফিরে এসে শিশুটির খোঁজ শুরু করেন। খুনে অভিযুক্ত বিজয় কুমার ও অমর কুমারের কথায় সন্দেহ হওয়ায় তাদের ঘরে খোঁজ করতেই খাটিয়ার তলায় রক্তাক্ত অবস্থায় ছেলের দেহ দেখতে পান তিনি।