ফের রিলস বানাতে গিয়ে দুই ছাত্রের মৃত্যু হল ট্রেনের ধাক্কায়। এবারের ঘটনাস্থল দিল্লি। গত ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটে দিল্লির কান্তিনগর উড়ালপুলের কাছে সহদরা এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই দুই ছাত্রের নাম বংশ শর্মা ও মনু সিংহ। বয়স যথাক্রমে ২৩ বছর ও ২০ বছর। বংশ শর্মা বিটেক দ্বিতীয় বর্ষে ছাত্র। মনু সিংহ দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পড়ুয়া।
ইনস্টাগ্রামে রিলস বানানো ছিল বংশ শর্মা ও মনু সিংহের নেশা। বংশের দুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উদ্ধার করেছে পুলিশ। যার একটিতে নিজের পরিচয় 'ভিডিয়ো ক্রিয়েটর' হিসেবে দিয়েছেন তিনি। অপরটিতে 'রাজনীতিক' বলে দেওয়া পরিচয়। বেশিরভাগ রিলসই ট্রেন নিয়ে বানাতেন এই দুই বন্ধু। কখনও ট্রেনের সামনে দাঁড়িয়ে, কখনও বা ট্রেন থেকে ঝাঁপ মারছেন, কখনও রেললাইন ধরে ছুটছেন। তেমনই একটি রিলস বানাতে গিয়েছিলেন দুজনে গত বুধবার। কিন্তু, চলন্ত ট্রেন দুরন্তগতিতে কাছে চলে আসায় নিজেদের সরাতে পারেননি আর।
রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় দুই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরা স্টেশনে খবর দেন। সেখান থেকে রেলপুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে।