IndiGo Flight Collision: শেষ মুহূর্তের তৎপরতায় মাঝ আকাশে বিপত্তি থেকে রক্ষা। প্রাণে বাঁচলেন কয়েকশো যাত্রী। ঠিক কী হয়েছিল ? জানা গিয়েছে, গত ৯ জানুয়ারি বেঙ্গালুরুর আকাশে মুখোমুখি চলে আসে ইন্ডিগো এয়ারলাইন্সের (Indigo Airlines) দুটি বিমান। শেষ মুহূর্তের তৎপরতায় প্রাণে বাঁচেন দুটি বিমান মিলিয়ে প্রায় ৪০০ যাত্রী।
জানা গেছে, বেঙ্গালুরুর আকাশে মুখোমুখি চলে আসে ইন্ডিগো এয়ারলাইন্সের(Bengaluru) দুটি বিমান। একটি বেঙ্গালুরু থেকে কলকাতাগামী (Kolkata) ৬-ই৪৫৫, এবং অন্যটি বেঙ্গালুরু থেকে ভুবনেশ্বরগামী(Bhubanewswar) ৬-ই২৬৪ বিমান। শেষ মুহূর্তেই চালকের তৎপরতায় কোনওমতে রক্ষা পায় ওই দুটি বিমান। এই ঘটনায় অভিযোগের আঙুল বেঙ্গালুরুর এয়ার ট্রফিক কন্ট্রোলের দিকে। যদিও, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (Airport Authority of India) তরফে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি চলে আসা নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে, কেন্দ্রীয় অসমারিক বিমান মন্ত্রকের একটি সূত্রের দাবি, ঘটনার তদন্ত করছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন। ডিজিসিএ প্রধান অরুণ কুমার সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রাথমিকভাবে অনুমান, এটিসির ভুল নির্দেশের কারণেই বিমান দুটি একই উচ্চতায় চলে আসে। এর আগেও কলকাতার আকাশে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছিল ইন্ডিগোর দুটি বিমান।