দুটো মাথা, দেখতে বিরল । বিহারের (Bihar) এক গ্রামে ধরা পড়েছিল। তারপরেই আদালতে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয় । সম্প্রতি, তাকে পেশ করা হয় আদালতে । রায়ও শোনালেন বিচারক । কী ভাবছেন কোনও আসামীর কথা বলা হচ্ছে ? একেবারে তা নয় । এমনকী, যার কথা বলা হচ্ছে, তিনি তো কোনও মানুষই নন । এক দু মাথার সাপ ( Two headed Snake) । যার আবার বিশেষ সুরক্ষার ব্যবস্থা করল আদালত (Court) ।
কী ভাবছেন সাপেরও আবার নিরাপত্তা ? হ্যাঁ এমনই ঘটেছে বিহারের (Bihar Two headed snake) বেগুসরাইয়ে । সম্প্রতি, ওই দুই মাথার সাপকে বেগুসরাইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে নিয়ে আসা হয় । বিচারক সতীশ চন্দ্র ঝাঁ-এর উপস্থিতিতে আদালতে ওই সাপকে পেশ করা হয় । সেখানে বনদফতরের কর্মীরাও উপস্থিত ছিলেন । বিচারক জানিয়েছেন, এটা বিরল প্রজাতির সাপ । তাই সাপটিকে নিরাপদ স্থানে সংরক্ষণ করে রাখা হয় ।
বিচারক আরও জানান, তিনি এক ভলান্টিয়ারের কাছে শুনেছিলেন বারাউনি ব্লকের গ্রামবাসীদের হাতে দু-মুখো সাপটি ধরা পড়েছে । এরপরই তিনি ওই সাপটিকে আদালতে নিয়ে আসার নির্দেশ দেন । এবং সাপটি সুরক্ষা নিশ্চিত করেন ।
বনবিভাগের কর্তারা জানিয়েছেন, সাপটি খুব ক্ষতিকর নয় । সাধারণত, পোকামাকড় ও ইঁদুর খায় । আরও জানা গিয়েছে, এধরনের সাপের চোরাচালান হয় । বিশেষ করে চিনের মতো দেশে এই সাপের মাংস খাওয়া হয় ।