প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সফরের আগে পরপর জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) । শুক্রবারই সন্ত্রাসবাদীদের গুলিতে জখম হন দুই শ্রমিক । জানা গিয়েছে, আহত দুই ব্যক্তি বাঙালি (Two Labourers shot by millitant) । তাঁদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । শ্রীনগরের নওগাম এলাকায় ঘটনাটি ঘটে ।
গুলিবিদ্ধ দুই শ্রমিকের নাম, নজমুল ইসলাম এবং অনুকুল ইসলাম । কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, "দু’জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা । তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে । গোটা এলাকায় কড়া নিরাপত্তা । তল্লাশি অভিযান চলছে ।"
আরও পড়ুন, TMC in Jahangirpuri: জাহাঙ্গিরপুরীতে বাধা তৃণমূলের প্রতিনিধি দলকে, অভিযোগ পুলিশের বিরুদ্ধে
রবিবার জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার ঠিক দুইদিন আগে শুক্রবার জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে । এদিন, সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি সেখানে । শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ জম্মুতে CISF-এর একটি বাসে হামলা চালায় জঙ্গিরা । সূত্রের খবর, বাসে ১৫ জন জওয়ান ছিলেন । চাড্ডা ক্যাম্পের কাছে বাস লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা । তারপর টানা গুলি চালাতে থাকে তারা । এই ঘটনায় মৃত্যু হয়েছে CISF-এর এক ASI-এর । গোটা ঘটনা ধরা পড়েছে ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায় ।
অন্যদিকে, কাশ্মীরের বারামুলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ৫ জঙ্গির । একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকাক খবর পেয়ে রাতে অভিযান চালানো হয় । জঙ্গিরা আত্মসমর্পণ না করায়, শুরু হয় গুলির লড়াই । তাতেই মৃত্যু হয় পাঁচ জঙ্গির । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শুক্রবার রাতে জঙ্গি হামলা শ্রীনগরে । গুলিবিদ্ধ হন বাংলার দুই শ্রমিক ।