স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, আরও ৪৮ ঘণ্টা মানিককে গ্রেফতার করতে পারবেন না কোনও কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার পর্যন্ত গ্রেফতার করতে পারবে না মানিক ভট্টাচার্যকে। তবে সিবিআই জেরা এড়াতে পারবেন না মানিক।
OMR শিট, প্রাথমিকের ১২ লক্ষ উত্তরপত্র উধাও করা হয়েছিল বলে অভিযোগ। এই মামলায় CBI তদন্তের নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালত জানায়, মঙ্গলবার রাত ৮টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে প্রাথমিকের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে ছিলেন মানিক ভট্টাচার্য। বুধবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশনের শুনানি ছিল। সেই মামলায় আরও ২ দিনের রক্ষাকবচ দেওয়া হয়েছে মানিক ভট্টাচার্যকে।
২০১৪ সালে প্রাথমিক টেটে ২০ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেন। অভিযোগ, ৮ বছর আগে আগে সেই পরীক্ষার OMR শিট গায়েব করে দেওয়া হয়েছে। প্রথমিক শিক্ষা পর্ষদ ওই লক্ষ লক্ষ উত্তরপত্রের বিষয় আদালতকে কিছু জানাতে পারেনি।