ট্রেনে আকষ্মিক মৃত্যু ২ জন যাত্রীর। অসুস্থ হয়ে পড়েছেন আরও ৬ জন। কীভাবে এই মৃত্যু, তা নিয়ে মুখ খোলেনি রেল কর্তৃপক্ষ। অসুস্থদের আগ্রার কাছে এস এন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার পটনা-কোটা রুটের দূরপাল্লার ট্রেনে।
রায়পুর থেকে ছত্তিশগড় যাচ্ছিল ৯০ জনের একটি দল। রেলের হেল্পলাইনে ফোন করে যাত্রীদের অসুস্থতার খবর জানানো হয়। মৃত ২জনের মধ্যে একজন ৬২ বছরের বৃদ্ধা। অন্যজডনের বয়স ৬৫। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পোস্টমর্টেমের পরই মৃত্যুর কারণ বোঝা যাবে। তবে অনুমান, ঘটনার নেপথ্যে কুখ্যাত জেহর খুরানি গ্যাংয়ের মদত থাকতে পারে।তবে এই নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি।