বড়সড় দুর্ঘটনা থেকে ট্রেনকে বাঁচিয়েও দুই যাত্রীকে বাঁচাতে পারলেন না চালক। ঝাড়খণ্ডের কোর্ডামায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেস। কিন্তু ট্রেনের আকস্মিক ব্রেক মারার ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যাত্রী।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ১২টা নাগাদ এই ঘটনা ঘটেছে। সেইসময় কোর্ডামা স্টেশনের উপর দিয়ে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে ছুটছিল পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। হঠাৎই ওভারহেড তার লোহার স্তম্ভের একাংশ নিয়ে পড়ে যায় ট্রেনের উপরে। তড়িঘড়ি আপৎকালীন ব্রেক কষেন চালক। তীব্র ঝাঁকুনি নিয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি।
রেলের প্রাথমিক অনুমান, হঠাৎ ব্রেক কষায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাতে পারেন ওই দুই যাত্রী। পরে অন্য একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে দিল্লির দিকে পাঠিয়ে দেওয়া হয়।