মঙ্গলবার কেরলের (Kerala) তিরুবনন্তপুরমের ভারকালা বিচ সাক্ষী থাকল ভয়ঙ্কর অভিজ্ঞতার। সেখানে প্যারাগ্লাইডিং (Paragliding ) করতে গিয়ে ৫০০ মিটার উঁচু ল্যাম্পপোস্টে আটকে যান একজন পর্যটক এবং তাঁর প্যারাগ্লাইডিং এর প্রশিক্ষক। পরে দমকল এবং পুলিশের সহায়তায় ওই দুই জনকে নামিয়ে আনা হয়। একটুর জন্য বিপদমুক্ত হয়েছেন তাঁরা। পরে তাঁদের নামিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷
Anubrata Mondal: অনুব্রতকে জেরার জন্য বিশেষ দল গঠন ইডির, জেরা করবেন দুঁদে অফিসার সনিয়া নারাং
যেহেতু ওই উচ্চতার মই দমকলের কাছে ছিল না, তাই তাঁদের নামিয়ে আনতে নীচে পাতা হয় গদি, জাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে দুর্ঘটনার ভিডিও। ভিডিওতে দেখা যায়, হাই মাস্ট লাইটের পোলে আটকে পড়েছেন দুই পর্যটক। এই মুহূর্তে তাঁরা নিরাপদ রয়েছেন বলেই মিলছে খবর।