কোভিডের ভ্যাকসিন (Covid Vaccine) তৈরির জন্য নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী । সোমবার নোবেল (Nobel Prize) কমিটির তরফে জানানো হয়, ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রের নোবেল তুলে দেওয়া হচ্ছে কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যানের হাতে । কোভিডের বিরুদ্ধে লড়াই করে বাঁচার নতুন দিশা দেখিয়েছেন তাঁরাই ।
২০২০ সালে বিশ্বজুড়ে ভয়াবহ করোনায় প্রাণ গিয়েছে কত মানুষের । কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যানের নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত গবেষণা কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য এমআরএনএ টিকা তৈরি করতে সাহায্য করেছে । নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, দুই বিজ্ঞানীর গবেষণার ফলে মানবদেহের প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে নতুন তথ্য জানা গিয়েছে ।
আরও পড়ুন, Abhishek Banerjee : গিরিরাজের গ্রেফতারের দাবি, দিল্লির ধরনায় পুলিশের জুলুমবাজির অভিযোগ তৃণমূলের
জানা গিয়েছে, কাতালিন কারিকো হাঙ্গেরির সেজড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক । আর ড্রিউ উইজসম্যান পেন ইনস্টিটিউট ফর আরএনএ ইনোভেশনের ডিরেক্টর ও ভ্যাকসিন গবেষণার অধ্যাপক । ২০০৫ সালে এই দুই বিজ্ঞানীর গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল । তবে, তার প্রয়োগ হয় অতিমারীর সময় ।