বাথরুমে ইনস্টাগ্রামে লাইভ রেকর্ড করছিল দুই বোন । একজনের হাতে ছিল বন্দুক । বন্দুক নিয়ে খেলা করছিল তারা । হঠাৎ-ই চলল গুলি । সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢোলে পড়ল দুই বোন । মিসৌরির সেন্ট লুইসের ঘটনা । মর্মান্তিক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
২৫ মার্চ ঘটনাটি ঘটেছে । ১২ বছরের প্যারিস হার্ভে ও ১৪ বছরের কৌরন হার্ভে । বাথরুমে লাইভ করছিল তারা । প্যারিসের হাতে ছিল বন্দুক । হঠাৎই বন্দুক হাতে নিয়ে কৌরনের মাথায় ঠেকায় সে এবং গুলি চালিয়ে দেয় । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্যারিস চিৎকার করছে ও নিচে পড়ে যাচ্ছে ।
ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে, গুলির শব্দ শোনার কোনও এক ব্যক্তি বাথরুমের দরজা খুলে বিষয়টি বোঝার চেষ্টা করে । ঘটনা নজরে আসতেই পুলিশে খবর দেন তিনি । পুলিশের অনুমান, খুন করে আত্মহত্যা করেছে প্যারিস । যদিও, তাঁদের পরিবার জানিয়েছে, এটা নিছক একটা দুর্ঘটনা । খেলতে খেলতে দুর্ঘটনা ঘটেছে ।