উচ্চশিক্ষায় একগুচ্ছ পরিবর্তন নিয়ে এল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC)। মোট ৭দফা পরিবর্তন করা হয়েছে। UGC-র দাবি, নতুন নিয়মগুলি বাস্তবায়িত করার ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ুয়ারা একসঙ্গে একাধিক বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন। জাতীয় শিক্ষানীতি ২০২০-র বিষয়গুলিকে মাথায় রেখেই এই পরিবর্তনগুলি আনা হয়েছে। এরফলে পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
নতুন নীতি অনুযায়ী মোট সাতটি পরিবর্তন আনা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই ওই ৭টি বিষয় প্রয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
বছরে দুবার ভর্তি প্রক্রিয়া-
এবার থেকে উচ্চশিক্ষার জন্য বছরে দুবার করে ভর্তি হওয়া সম্ভব। জানুয়ারি-ফেব্রুয়ারি এবং জুলাই-অগাস্ট মাসে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হবে। ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের যাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত।
একাধিক বিষয় নিয়ে পড়াশোনা
এবার থেকে প্রত্যেক পড়ুয়া একসঙ্গে দুটি বিষয় নিয়ে পড়তে পারেন। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরেই এই সুবিধা পাওয়া যাবে।
যে কোনও বিষয়ে পড়াশোনা
বর্তমানে কোনও একটি বিষয় নিয়ে উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও নীচু স্তরে সেই বিষয়টি নিয়ে পড়া জরুরি। কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে সেই নীতিতে পরিবর্তন আসতে চলেছে। উচ্চশিক্ষায় যে কোনও বিষয়ে পড়াশোনা করতে পারেন যে কেউ। এমনকি নীচু স্তরে সেই বিষয়টি নিয়ে পড়াশোনা করা আবশ্যিক নয়।
উপস্থিতির হারে পরিবর্তন
হাইব্রিড এডুকেশন পলিশি ব্যবস্থা চালু করা হচ্ছে উচ্চশিক্ষায়। ফলে কলেজ বা বিশ্ববিদ্যায় যাওয়া বাধ্যতামূলক থাকছে না। এমনকি উপস্থিতির হারেও কোনও কড়াকড়ি রাখা হচ্ছে না।
ক্রেডিট ভিত্তিক ডিগ্রি
স্নাতক স্তরে ডিগ্রি লাভের জন্য প্রত্যেক পড়ুয়াকে ৫০ শতাংশ ক্রেডিট খরচ করতেই হবে। এবং বাকি ক্রেডিট স্কিল বেসড ট্রেনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
এক্সটেনডেড ডিগ্রি প্রোগ্রাম
এবার থেকে স্নাতক স্তরে এক্সটেনডেড ডিগ্রি প্রোগ্রামের সুবিধা থাকবে। এর ফলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি করার ক্ষেত্রে সুবিধা পাবেন পড়ুয়ারা।
চার বছরের স্নাতকস্তর ডিগ্রি
নতুন নীতি অনুযায়ী চার বছরের স্নাতক ডিগ্রির সমতূল ডিগ্রি হবে ২ বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। এর ফলে UG এবং PG ডিগ্রির ফারাক কমবে।