অস্বচ্ছতার কারণ দেখিয়ে ইউজিসি NET বাতিল করল NTA। মঙ্গলবারই এই পরীক্ষা নেওয়া হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে সেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সির। এই পরীক্ষায় অনিয়ম নিয়ে তদন্তের ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে।
বুধবার পরীক্ষায় অস্বচ্ছতা নিয়ে কিছু রিপোর্ট পায় ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এরপরই NET পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নতুন করে পরীক্ষা নেওয়া হবে। আগামী পরীক্ষার সূচি কবে, তা জানিয়ে দেবে NTA।