আধার কার্ডের (Aadhaar Card) দুটি পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করল UIDAI। এর ফলে যারা চাকরি বা অন্য সূত্রে স্থান পরিবর্তন করে থাকেন এবং আধার কার্ডে ঠিকানা আপডেট করতে চান তাঁরা সমস্যা পড়বেন।
বর্তমানে আধার কার্ড সরকারি কাজ থেকে শুরু করে ব্যাঙ্কিং বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে বাধ্যতামূলক। তাই আধার কার্ডে দেওয়া তথ্য অনেক সময় আপডেট করার প্রয়োজন হয়। কিন্তু সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ড সংক্রান্ত দুটি পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
প্রথম পরিষেবাটি হল ঠিকানা যাচাইকরণ চিঠির মাধ্যমে (Address Validation Letter) আধার কার্ডে ঠিকানা আপডেট করার সুবিধা। আগে এই চিঠির মাধ্যমে সহজেই ঠিকানা আপডেট করা যেত। কিন্তু সম্প্রতি UIDAI তাদের ওয়েবসাইট থেকে ‘Address Validation Letter’ সম্পর্কিত অপশনটি সরিয়ে দিয়েছে। UIDAI-এর তরফে জানানো হয়েছে, 'পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিষেবাটি বন্ধ থাকবে।
দ্বিতীয় যে পরিষেবাটি বন্ধ করা হয়েছে সেটি হল আধার কার্ড রিপ্রিন্ট। এখন UIDAI পুরানো বড় মাপের কাগজের কার্ডের পরিবর্তে ছোট প্লাস্টিকের (PVC) কার্ড ইস্যু করে। এই কার্ডটি বহন করা সহজ। তাই পুরনো আকারে (যেটি আকারে অনেক বড়) আধার কার্ড রিপ্রিন্ট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। UIDAI জানিয়েছে, পুরনো আকারে বড় মাপের আধার কার্ড রিপ্রিন্ট পরিষেবার বদলে এখন অনলাইনে আধার পিভিসি কার্ড অর্ডার করা যেতে পারে।