এই মুহূর্তে ভারতবাসীর সবচেয়ে বড় পরিচয় আধার কার্ড। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর নির্দেশিকায় প্রত্যেক ভারতবাসীর জন্য আধার নম্বর বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু নকল আধার কার্ড বানিয়ে তা ব্যবহার করে অপরাধমূলক কাজকর্মের পরিমাণ ও দিন দিন বাড়ছে।
আরও পড়ুন: সব্যসাচীকে নিয়ে ভুয়ো খবর ছড়ালেই আইনি পদক্ষেপ! সতর্ক করলেন সৌরভ দাস
এবার এই জালিয়াতি রুখতেই কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। বৃহস্পতিবার UIDAI এর তরফে রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে কোনও ব্যক্তি সম্পর্কে নিশ্চিত হওয়ার আগে আধার কার্ড যাচাই করতে হবে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ‘আধারকার্ড ব্যবহারের আগে যাচাই করতে হবে রাজ্যগুলিকে।
তবে এক্ষেত্রে UIDAI এও জানিয়েছে, আধার কার্ড গ্রাহকের পূর্ণ সম্মতিতে তবেই যাচাই করা যাবে। এর ফলে আধার কার্ড ব্যবহার করে বিভিন্ন জালিয়াতি, সমাজবিরোধী কাজ বন্ধ করা যাবে বলেই অনুমান কেন্দ্রের। বিবৃতিতে বলা হয়েছে, “ mAadhaar অ্যাপ বা আধার QR কোড স্ক্যানার ব্যবহার করেও আধার কার্ড যাচাই করা যেতে পারে।