মাঙ্কিপক্সকে (Monkeypox) এক ‘বিশ্বব্যাপী জরুরি অবস্থা’ বলে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ‘হু’-এর তরফে বলা হয়েছে, ৭০ টিরও বেশি দেশে ক্রমবর্ধমান মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব এক "অভূতপূর্ব" পরিস্থিতি, তাই বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও মাঙ্কিপক্সকে ‘বিশ্বব্যাপী জরুরি অবস্থা’হিসেবে ঘোষিত করা যায় কিনা তা নিয়ে‘হু’-এর জরুরি কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে কোনও ঐকমত্য হয়নি। তবে সংস্থার ডাইরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেইসাস নিজের পদের ক্ষমতাবলে মাঙ্কিপক্সকে ‘বিশ্বব্যাপী জরুরি অবস্থা’হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রথমবার ‘হু’-এর প্রধান এমন পদক্ষেপ নিলেন।
Neeraj Chopra:বিশ্বচ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে রুপো পেলেন নীরজ, ভারতের ঝুলিতে দ্বিতীয় পদক
উল্লেখ্য, গত কয়েক দশক ধরে মধ্য ও পশ্চিম আফ্রিকার কিছু এলাকায় মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রয়েছে। তবে এই প্রথম এই ভাইরাস ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়া সহ অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়েছে। ওয়াকিবহাল মহল বলছে, ‘হু’-এর তরফে মাঙ্কিপক্সকে ‘বিশ্বব্যাপী জরুরি অবস্থা’হিসেবে ঘোষণা করার অর্থ আগামীতে এই ভাইরাসের বিশ্বের সর্বত্র ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন—এর রিপোর্ট অনুসারে, চলতি বছরের মে মাস থেকে ৭৪টি দেশে ১৬ হাজারে বেশি মাঙ্কিপক্সে সংক্রমিত রোগীর সন্ধান মিলেছে। ভারতে এখনও পর্যন্ত এই ভাইরাসে তিনজনের সংক্রমণের খোঁজ মিলেছে। এখনও পর্যন্ত মাঙ্কিপক্সের মৃত্যুর ঘটনা ঘটেছে আফ্রিকায়। ওই মহাদেশের নাইজেরিয়া এবং কঙ্গোতে ভাইরাসটির একটি বিপজ্জনক ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েছে।