বিহারের ভাগলপুরে গঙ্গার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সেতুর পিলার ভেঙে পড়ার সময় ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা গিয়েছে, রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। সেতুটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রথমে একটি অংশ ভেঙে পড়ে। কয়েক সেকেন্ড পর গোটাটাই ভেঙে গঙ্গায় তলিয়ে যায়। সেতুর তিনটি পিলার ভেঙে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ঘটনার সময় গঙ্গার পাড়ে লোকজন ছিলেন। তারাই ওই ভিডিয়োটি তোলে।
এর আগেও ভাগলপুরের এই নির্মীয়মান সেতুটি ভেঙে প়ড়েছিল। নতুন করে কাজ শুরুর পর ফের এই বিপর্যয়।