ব্যবসার ক্ষেত্রে সরকারি কাজে এবার প্যান কার্ডই একমাত্র পরিচয় হিসেবে গণ্য হবে। বুধবার ইউনিয়ন বাজেটে এমনই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
এতদিন ব্যবসার ক্ষেত্রে পিএফ, এসিক, প্যান, CIN বা TAN অনেক পরিচয়পত্র লাগত। কিন্তু পদ্ধতির সরলীকরণ করে একমাত্র প্যানকেই একমাত্র পরিচয় ঘোষণা করল কেন্দ্র।