রাজ্যের বকেয়া ইস্যুতে অবশেষে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই সিলমোহর। শনিবার দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছেন, খুব তাড়াতাড়ি রাজ্যগুলির জিএসটি বাবদ পাওনা অর্থ মিটিয়ে দেওয়া হবে। গত কয়েকদিন বিভিন্ন সভায় জিএসটি নিয়ে লাগাতার কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। এমনকী, সংসদে এই ব্যাপারে দাবি জানায় অ-বিজেপি শাসিত রাজ্যগুলি। শনিবার নির্মলা জানিয়েছেন, এ যাবৎ জিএসটি ক্ষতিপূরণ বাবদ যে টাকা বকেয়া রয়েছে, তা মিটিয়ে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, রাজস্থানের মতো রাজ্যগুলি দীর্ঘদিন ধরে জিএসটির বকেয়া ফেরতের দাবি জানিয়েছিল। গত কয়েকটি দিল্লি সফরে গিয়ে এই ব্যাপারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও দরবার করেছিলেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগে রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেও তিনি অভিযোগ করেছিলেন, বার বার বলার পরেও কেন্দ্র জিএসটি থেকে বকেয়া টাকা রাজ্যকে ফিরিয়ে দিচ্ছে না। এই পরিস্থিতিতে তাঁর সরকারের বাংলার জন্য কর্মসংস্থানমুখী বাজেট পেশ করেছে।
এদিন দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ দাবি করেন, এতদিন রাজ্যগুলি সরকারি খরচের হিসাব সংক্রান্ত নথি জমা না দেওয়ার কারণেই জিএসটির বকেয়া অর্থ বরাদ্দ করা যাচ্ছিল না। তবে এবার খুব দ্রুত এই টাকা ফেরত দেওয়া হবে। নির্মলা জানিয়েছেন, এই টাকার অঙ্ক প্রায় ১৬,৯৮২ কোটি টাকা।