কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ২০২২ সালের নিট পিজি (NEET PG 2022) পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনকে। ৬-৮ সপ্তাহ পিছিয়ে দিতে বলা হয়েছে পরীক্ষা। চলতি বছরের নিট পরীক্ষার সঙ্গে২০২১ সালের নিট পিজির কাউন্সেলিং-এর তারিখের সংঘাত হচ্ছে।
চলতি বছরের নিট পিজি পরীক্ষা হওয়ার কথা আগামী ১২ মার্চ।
গত ২৫ জানুয়ারি ৫ জন এমবিবিএস স্নাতক সুপ্রিম কোর্টে চলতি বছরের নিট পিছিয়ে দেওয়ার আবেদন করে। উল্লেখ্য, এই পরীক্ষার মাধ্যমেই পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল কোর্সে ভর্তি হওয়া যায়।
আরও পড়ুন: Trinamool Congress: ইন্ডিয়া গেটে নিষ্প্রদীপ নেতাজি মূর্তির 'অপমান', প্রতিবাদ তৃণমূল সাংসদদের
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রের বিভিন্ন মহল থেকেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন এসেছে।