লোকসভার ভোট আসছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে প্রায় সব রাজনৈতিক দল নেমে পড়ছে ময়দানে। বিরোধীদের নিয়ে কোনও আশঙ্কা নেই বলে বুধবার গ্লোবাল ফোরামে এডিটরজি-র প্রতিষ্ঠাতা বিক্রম চন্দ্রার কাছে অকপট জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মুম্বইয়ে এদিন, বিক্রম চন্দ্রাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এবার লোকসভা ভোটে ৪০০ আসন জিতেই সরকার গড়বে এনডিএ। এই মন্তব্যেই স্পষ্ট আগামী লোকসভা ভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সমগ্র বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ভারত । মুম্বইয়ে গ্লোবাল ফোরামের অনুষ্ঠানে এডিটরজি-র প্রতিষ্ঠাতা বিক্রম চন্দ্রাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । একইসঙ্গে এদিনের আলোচনায় গ্লোবাল রেটিং সংস্থা নিয়েও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।
ভারতীয় অর্থনীতিতে গ্লোবাল রেটিং এজেন্সিগুলির মূল্যায়ন সম্পর্কিত আলোচনায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারত আগামী ২-৩ বছর নিম্ন রেটিং পেতে পারে । কিন্তু, ভারতের পারফরম্যান্স ও সম্ভাবনা নিয়ে আশাবাদী শাহ ।
শাহ এদিনের আলোচনায় বলেন,ভারতীয় অর্থনীতিতে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল ছিল চ্যালেঞ্জিং সময় । কিন্তু, ২০১৪ সালের পর থেকে ভারতের ইতিবাচক পারফরম্যান্সের উপরও জোর দিয়েছেন শাহ ।